প্রতিষ্ঠানের ইতিহাস
প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী
পিতা: মৃত রওশন আলী
বিশেষ গ্রাম: রোহিতা,
ডাক: মঙ্গলপোতা,
থানা: কালীগঞ্জ,
জেলা: ঝিনাইদহ।
তিনি ২০০০ ইং সনে সরকারি এম এম কলেজে কর্মরত থাকা অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণার কর্মে নিয়োজিত ছিলেন। তখন তিনি তার বড় ভাই জনাব মোঃ সদর উদ্দিন মাস্টার এর সাথে পরামর্শক্রমে এলাকায় শিক্ষার গুরুত্ব ও সামাজিক সেবার বাস্তবতা নিয়ে ১৬/০১/২০০০ ইং তারিখে আলোচনা করেন।
কলেজ প্রতিষ্ঠার প্রথম দিন উক্ত সভায় ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন এবং তারা এলাকায় মানুষের উচ্চ শিক্ষা গ্রহণের বিশেষ করে পিছিয়ে পড়া নারীর শিক্ষা অগ্রগতির করার লক্ষ্যে মঙ্গলপোতা ইউনিয়নের পারিবারিক (জোয়াড়চারা মোড়) স্থানে মঙ্গলপৈতা কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে ৯ নং বারবাজার ইউনিয়ন, ৭ নং কাশিপুর ইউনিয়ন ও ৮ নং মালিশহ ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রাম ভুক্তিভুক্তসংখ্যাগরিষ্ঠ ব্যবহারিক কমিটি গঠন করা হয়। এরপর সকলের মত ও সম্মতিক্রমে মাননীয় জাতীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করা হয়। পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঘাঘারা মঙ্গলপৈতা কলেজের অনুমোদন করা হয়।
কলেজ শুরু থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জনাব মোঃ হারিবুর রহমান দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী দায়িত্ব পালন করেন।
তাঁর সন্তান হিসেবে স্ত্রী মাবর আক্তার ববি, পুত্র বকর আলী, তোজাম্মেল হক উদ্দিন অবদান রাখেন।
এছাড়া উল্লেখযোগ্য যাঁরা ছিলেন তাদের মধ্যে জনাব মোঃ নাসির উদ্দিন মাস্টার, আলী হোসেন, সুমী আরা, মোঃ শাহাজান আলী, মোঃ আনারুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মহনু উল্লেখযোগ্য।
অধ্যক্ষ

গুরুত্বপূর্ণ লিংক
- শিক্ষক বাতায়ন
- মাউশি
- এইচ এস সি রিজাল্ট
- শিক্ষা মন্ত্রণালয়
- ব্যানবেইজ
অভ্যন্তরীন ই-সেবা
- ক্লাস রুটিং
- মার্কশীট
- উপবৃত্তি তালিকা
- সরকারি ছুটির তালিকা
- পরীক্ষার রুটিং
অভ্যন্তরীন তথ্য
- পাঠদানের অনুমতি ও স্বীকৃতি
- শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থী তথ্য
- শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তথ্য
- পাঠদান সংক্রান্ত তথ্য
- এমপিও
জরুরি যোগাযোগ
অধ্যক্ষ
০১৩০৯-১১৬৬৩৫
অফিস
০১৭১৭ ৫১১ ১৩৮
